বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেও তার মেয়ে অন্তরা সেলিমা হুদা কিনেছেন বিএনপির মনোনয়ন ফরম।

বুধবার অন্তরার পক্ষে দোহার যুবদলের সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন ঢাকা-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ইসমাইল হোসেন জানান, ব্যারিস্টার নাজমুল হুদা দল বদলালেও তার মেয়ে বিএনপিতেই আছেন এবং দলে বেশ সক্রিয়ও তিনি। অন্তরা সেলিমা হুদা ঢাকা-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চান। মনোনয়ন পেলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

এর আগে গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একজন প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। ঢাকা-১৭ আসন (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাসানটেক) থেকে নির্বাচন করতে চান তিনি।

২০১০ সালে বিএনপির সঙ্গে নাজমুল হুদার টানাপড়েন শুরু হলে এক পর্যায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই বহিষ্কারাদেশের পরও তিনি বিএনপির পরিচয়েই রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করেন। পরে ২০১২ সালের জুনে নাজমুল হুদা বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন একটি দল নিয়ে সামনে আসেন নাজমুল হুদা।

তবে নতুন ওই দলটি বেশিদিন টেকেনি। কয়েক মাসের মধ্যেই ফ্রন্টের আরেক নেতা আবুল কালাম আজাদ দল থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করেন। ২০১৪ সালে আবারও নতুন দল নিয়ে আসেন নাজমুল হুদা। ওই বছরের মে মাসে তিনি গঠন করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ)। এই দলও বেশিদিন টেকেনি। ছয় মাস যেতে না যেতেই ২০১৪ সালের নভেম্বরে গঠন করেন বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি)। এটিও দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৫ সালের নভেম্বরে তিনি আসেন নতুন দল নিয়ে। নাম দেন ‘তৃণমূল বিএনপি’। এখন তিনি এই দলের সভাপতি। দলটিকে নিবন্ধন দিতে সম্প্রতি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।