জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ১১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 419 বার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার রাতে জোটের বৈঠকে এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। একইসঙ্গে নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়ে আগামী সোমবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন তারা। ‘নির্বাচনে অংশ নিলে’ নিবন্ধিত দলগুলো নিজস্ব প্রতীকে এবং অনিবন্ধিত দলগুলো জোটের প্রধান শরিক বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে জানিয়ে আজ রোববার নির্বাচন কমিশনকে চিঠি দেবে দলগুলো।
গতকাল শনিবার বিকেল ৫টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের পৃথক বৈঠকে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, আজ রোববার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে ড. কামাল হোসেন সংবাদ সম্মেলনে নির্বাচনের ব্যাপারে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত জানাবেন।