হাইটেক | তারিখঃ মার্চ ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1863 বার
এক জোড়া পেঙ্গুইনের সেলফি তোলার একটি ভিডিও অনলাইন দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে। এন্টার্কটিকার বরফের উপর পড়ে থাকা একটি স্মার্টফোন খুঁজে পেয়ে সেলফি তুলতে নেমে পড়ে ঐ দুটি পেঙ্গুইন। তারা অবশ্য সেলফি ভিডিও তুলেছে।
অস্ট্রেলিয়ান এন্টার্কটিকা বিভাগের একদল গবেষক মউসন রিসার্চ স্টেশন পরিদর্শনের পথে পেঙ্গুইনদের দেখে সেখানে এগিয়ে আসেন। এরপর তাদের দলের একজন ইডি গল্ট নিজের স্মার্টফোনটি এক জায়গায় ফেলে রেখে সরে যান। এরপর ফিরে এসে ফোনটি হাতে নিয়ে দেখতে পান মজার সেই ভিডিওটি।
Leave a Reply