গত ১৩ মার্চ দুপুরে বরিশাল মহানগরীর দক্ষিণ চকবাজারের পুরাতন বিউটি হলের সামনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বরিশাল অফিসের ক্যামেরাপার্সন সুমন হাসান এর এক আত্মীয়ের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সুমন সেখানে উপস্থিত হন। অভিযানের বিষয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ৮ পুলিশ সদস্য সুমনের ওপর চড়াও হয়। তারা সুমনকে বেধড়ক মারধর করে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। জ্ঞান ফিরলে সেখানে তাকে আবারও বেদম পেটানো হয়।
কোনো সন্ত্রাসীগোষ্ঠী বা অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর এই হামলা চালায়নি। সুমন হাসানের ওপর এই নারকীয় হামলা চালিয়েছে খোদ গোয়েন্দা পুলিশের কিছু সদস্য। পুলিশের হাতে সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষের এরকম নির্যাতনের ঘটনা এটিই প্রথম নয়। ফলে অনেক সময়ই এরকম প্রশ্ন ওঠে যে, পুলিশ কি তাহলে ক্রমেই একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত হচ্ছে?