জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 354 বার
বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, ৮ই নভেম্বর বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশনের একটি সভার পর নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।
বিএনপিসহ বিরোধী দলগুলোর জোট জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের শিডিউল পেছানোর যে লিখিত আবেদন করা হয়েছিল, নির্বাচন কমিশন তা কার্যত অগ্রাহ্য করলো।
শনিবার কমিশনের কাছে এক চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্ট এখন নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানায়।
তাদের যুক্তি ছিল – যেহেতু সরকারের সাথে তাদের সংলাপ শেষ হয়নি, ফলে তফসিল দিলে সেই আলোচনা গুরুত্ব হারাবে
অন্যদিনে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, তফসিল পেছালে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি হুমকিতে পড়তে পারে।
Leave a Reply