কৃষি কথা, জেলা সংবাদ, নগর পরিক্রমা | তারিখঃ মার্চ ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1985 বার
বাগেরহাটে পূজা উদযাপন পরিষদের সন্মেলনে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মধ্যমে লাগা আগুন আতংকে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১০ জন আহত হয়েছেন।শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের শালতলা হরিসভা মন্দিরে এ ঘটনা ঘটে। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তৃতা করছিলেন।
আগুন লাগার ঘটনা সম্পর্কে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক সরদার মাসুদ বলেন, ‘পূজা উদযাপন পরিষদের সম্মেলনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়েছিল। কিন্তু তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনার সময় আতঙ্কিত হয়ে মন্দির থেকে বের হতে গিয়ে ১০ জন আহত হন। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৮ জন এখনও চিকিৎসাধীন।’
Leave a Reply