সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের একটি গণকবরে দেড় সহস্রাধিক লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি বাহিনী। আরবি ভাষার গণমাধ্যম আল-ওয়াতানের বরাতে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে রাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান জামাল আল-ইসা বলেন, রাজধানী দামেস্ক থেকে ৪৫৫ কিলোমিটার দূরের পানোরামা জেলায় গণকবরটির সন্ধান পাওয়া যায়।

এ সময় তিনি আরও বলেন, প্রতিদিনই রাকায় দায়েশ সন্ত্রাসী গ্রুপ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের কুকর্মগুলো উন্মোচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এসব মানুষের মৃত্যু হয়েছে দায়েশ তাকফিরি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট পরিচালিত যুদ্ধে।