খেলাধুলা | তারিখঃ নভেম্বর ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 400 বার
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আগামীকাল শনিবার অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের অস্টম হলেও এটি বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু হিসেবে পরিচিতি লাভ করবে।
ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি টেস্ট ভেন্যু ভারতের।ভারতের ২৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি টেস্ট ভেন্যু পাকিস্তানের। তৃতীয় সর্বোচ্চ ১১টি টেস্ট ভেন্যু রয়েছে দক্ষিণ আফ্রিকার।
বিশ্বের টেস্ট ভেন্যুর পরিসংখ্যান : (আগামীকাল ম্যাচ শুরুর আগ পর্যন্ত)
দেশ ভেদে সর্বমোট ভেন্যু/ সর্বমোট টেস্ট
ভারত ২৭টি / ২৬৭টি
পাকিস্তান ১৬টি/ ১৪৪টি
দক্ষিণ আফ্রিকা ১১টি /২৩০টি
অস্ট্রেলিয়া ৯টি /৪১৫টি
ইংল্যান্ড ৯টি/ ৫১৭টি
নিউজিল্যান্ড ৮টি /২০৮টি
শ্রীলংকা ৮টি /১৩৭টি
বাংলাদেশ ৭টি /৬৫টি
ওয়েস্ট ইন্ডিজ ১৩টি /২৪৮টি
জিম্বাবুয়ে ৩টি /৫৮টি
সংযুক্ত আরব আমিরাত ৩টি/ ৩২টি
আয়ারল্যান্ড ১টি ১/টি
Leave a Reply