ছুটি শেষ হওয়ার পরও কাজে যোগদান না করা ও একাডেমিক সংশ্লিষ্টতা না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
এ তথ্য নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুত তিন শিক্ষক হলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক বিপ্লব কুমার দত্ত, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক অভিষেক জামান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ৷ এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ— ছুটি শেষ হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যোগদান না করা। আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, একাডেমিক কার্যক্রমে উদাসীনতা।