রাজনীতি | তারিখঃ নভেম্বর ১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 528 বার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মোট ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর তথ্য রয়েছে।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের প্রাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের সঙ্গে সংযুক্ত ও আবাসিক মিলিয়ে মোট ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর তথ্য রয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৫০৯ জন নারী শিক্ষার্থী ও ২৩ হাজার ৯৮৪ জন পুরুষ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে এই তালিকা দেখা যাবে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন ducsu.du.ac.bd
উপাচার্য আখতারুজ্জামান বলেন, এটি হলভিত্তিক শিক্ষার্থীদের তালিকা। প্রথমবারের মতো আমরা শিক্ষার্থীদের হলভিত্তিক একটি ডাটাবেজ তৈরি করতে সক্ষম হয়েছি। এতে কিছু ভুল-ভ্রান্তি রয়ে গেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সেগুলো সংশোধনের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট হল অফিসে তালিকার হার্ড কপি সংরক্ষিত থাকবে। সংশোধন, পরিমার্জন, বিয়োজনের জন্য ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের অফিসে লিখিতভাবে জানাতে হবে।
কবে নাগাদ ডাকসু নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ধাপে ধাপে কাজ চলছে। তাই এটি নিয়ে বাড়তি কথা বলার সুযোগ নেই। দেখা যাক।
Leave a Reply