অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ৩০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 446 বার
প্রকাশক দীপন হত্যা মামলায় আনসার আল ইসলামের ৮ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
এই মামলায় গ্রেপ্তার হয়ে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এখনও পলাতক রয়েছে ২ জন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ৬ জন অভিযুক্ত হলেন মইনুল হাসান শামীম, আঃ সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ও শেখ আব্দুল্লাহ।
আর পলাতক দুই জন হলেন সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন।
২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি।
একইদিন রাজধানীর লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে জঙ্গিরা।
Leave a Reply