জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ৩০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 443 বার
সংলাপের আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের দেয়া চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান তারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আওয়ামী লীগের চিঠি নিয়ে সকালে ড. কামালের বাসায় যাই। এ সময় সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। এছাড়া সংবিধানসম্মত আলোচনার জন্য এখন প্রস্তুত আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ড. কামাল হোসেনকে দেয়া চিঠিতে শেখ হাসিনা লিখেছেন:
জনাব,
সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখে পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ০১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ০৭.০০ টায়, আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
শেখ হাসিনা
Leave a Reply