অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ২৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 419 বার
রংপুরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. ফরহাদ হোসেন সরকার ওরফে নয়ন (৩৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৩। সোমবার মধ্যরাতে রংপুর জেলার কাউনিয়া থানাধীন কুর্শা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ পশ্চিম শিবু কুঠিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সুত্রে জানা গেছে, রংপুরের সিপিএসসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।র্যাবের দাবি আটক নয়ন স্থানীয় সেভেন স্টার গ্রুপের নয়ন বাহিনীর প্রধান।
মোতাহার হোসেন জানান, এসময় আটক নয়নের কাছ থেকে ১টি ওয়ান শ্যুটার গান, ১ রাউন্ড ওয়ান শ্যুটার গানের তাঁজা গুলি, ১টি মোবাইল ফোন, নগদ এক হাজার দুইশত দশ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নয়ন ওই উপজেলার হরিচরন লস্কর এলাকার মৃত মতিয়ার রহমান সরকারের ছেলে।
র্যাব আরও জানায়, আটক নয়নকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
Leave a Reply