খেলাধুলা | তারিখঃ অক্টোবর ২৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 406 বার
একাই তিন গোল সুয়ারেজের। যাকে বলে হ্যাট্রিক। দুর্দান্ত হ্যাট্রিক! আজকের খেলায় মেসি ছিল না। তাই অনেকে শংকা প্রকাশ করেছিলেন বার্সেলোনাকে নিয়ে। কিন্তু সব শংকাকে ধুলোয় মিশিয়ে জয়ের ডংকা বাজিয়ে দিলেন সুয়ারেজ। আর তাকে সঙ্গ দিলেন কুতিনহো আর ভিদাল।
বার্সেলোনার পক্ষে প্রথম গলটি করেন কুতিনহো। খেলার ১১ মিনিটে। এরপর ৩০ মিনিটে পেনাল্টিতে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধ এভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে মার্সেলো গোল করেন রিয়াল মাদ্রিদের পক্ষে। কিন্তু ৭৫ মিনিটের মাথায় আরেকটি গোল করেন সুয়ারেজ দুর্দান্ত এক হেড দিয়ে।
৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। তার ঠিক ৪ মিনিটের মাথায় দলের পঞ্চম গোলটি করেন ভিদাল।
Leave a Reply