জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ২৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 450 বার
‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে সারা দেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক বন্ধ রয়েছে। রাজধানীর আন্তঃনগর টার্মিনালগুলো থেকে কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। রাজধানী ঢাকায়ও বন্ধ রয়েছে গণপরিবহন।
বিআরটিসির দুএকটি বাস চললেও তা নিতান্তই অপ্রতুল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। বিশেষ করে নারী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ করে বাসটার্মিনালগুলোর আশপাশে ধর্মঘটের সমর্থনে তাদের উশৃঙ্খল আচরণ চোখে পড়ে। বিশেষ করে সায়েদাবাদ, গাবতলী, গুলিস্তান ও মহাখালী বাসটার্মিনাল ও আশপাশের এলাকায় তারা দলবদ্ধভাবে প্রাইভেটকার, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি অনেক যাত্রী ও চালকের মুখ, কাপড়ে গাড়ির ব্যবহৃত ইঞ্জিন অয়েল (পোড়া মবিল) লাগিয়ে দেয় তারা।
পরিবহনশ্রমিকরা বিআরটিসির গাড়িগুলোকে পথে আটকে দিচ্ছে।ডিপো থেকে অনেকগুলো বাস ছাড়া হলেও সেগুলো পথের বিভিন্ন জায়গায় আটকে আছে। চালকদেরকে মারধর করছে। শ্রমিক নামধারী গুন্ডাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না রোগী বহনকারী এ্যাম্বুলেন্স । এদিকে শ্রমিদের নেতা নৌ মন্ত্রী শাহজাহান খাঁন জানিয়েছেন তিনি শ্রমিক ধর্মঘট এর ব্যাপারে কিছু জানেন না।
Leave a Reply