৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক ও ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার চট্রগ্রাম কারাগারের জেলার মো. সোহেল রানা বিশ্বাসকে কিশোরগঞ্জের কারাগারে পাঠিয়েছেন আদালত।

তার বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

শনিবার সন্ধ্যার পর তাকে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে ভৈরব রেলওয়ে পুলিশ।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূরের আদালত আগামী সোমবার শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, শুক্রবার বেলা সাড়ে ১২টায় নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ চট্রগ্রাম কারাগারের জেলার সোহেলকে গ্রেফতার করে ভৈরব রেলওয়ে পুলিশ। প্রথমে তাকে আটক করা হলেও পরে গ্রেফতার দেখানো হয়