অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ২৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 502 বার
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুর জেলার রায়পুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় আটক ৬ জেলের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলেদের প্রত্যেকের ৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রায় ৯ হাজার মিটার জাল, ৮টি মাছ ধরার ছোট নৌকা ও ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নদীর রায়পুর অংশে এ অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছিম বিল্লাহ মেঘনা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও কোস্টগার্ডের উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। পরে তারা দোষ স্বীকার করলে ৫ হাজার টাকার করে জরিমানা করা হয়। তাদের নৌকা ও জাল জব্দ করা হয়েছে। এ সময় উদ্ধার করা ৩০ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply