বিদেশ | তারিখঃ অক্টোবর ২৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 582 বার
তিন ও চার বছর বয়সী দুই শিশু সন্তানকে শুধুমাত্র কোকাকোলা ও কেক খাওয়ানোয় তাদের বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার ফ্রান্সের লিমোগেস শহরের এই বাসিন্দাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ব্রুনো রোবিনেতের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিতে বলা হয়, কারাদণ্ড পাওয়া ব্যক্তির বাসায় গিয়ে বোঝা যায় পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। তাদের বাসায় কোনও রেফ্রিজারেটর নেই। এমনকি বাচ্চাদের জন্য কোনও খেলনাও নেই। কভার ছাড়া একটি গদিতে ঘুমাচ্ছিল শিশু দুইটি।
‘ফ্রেঞ্চ ভিক্টিমস ৮৭’ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ক্যারোল প্যাপোন বলেন, দেশটির জনকল্যাণ সংস্থা থেকে পাওয়া টাকা মদ কিনে খরচ করে ফেলেন এই দুই সন্তানের বাবা। তাই তাদের ঘরে খাবারের জন্য কোকাকোলা ও কেক ছাড়া আর কিছুই ছিল না।
তিনি আরো জানান, কয়েকদিন আগে জনকল্যাণ সংস্থা থেকে তাদের সাহায্য দেওয়া হয়।
ক্যারোল প্যাপোন বলেন, দণ্ডপ্রাপ্ত বাবা পড়তে ও লিখতে পারেন না। এমনকি তিনি হিসাবও করতে জানেন না। তাই তিনি এই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেননি।
বর্তমানে ওই শিশুদের পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের মাংস ও সবজি খেতে দেওয়া হচ্ছে। আর তাদের বাবা সেন্ট্রাল ফ্রান্সের লিমোগেস জেলে আছেন।
নিজের স্ত্রী ও সন্তানদের প্রতি এই ব্যক্তির আচরণ সহিংস ছিল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। খবর: গালফ নিউজ
Leave a Reply