জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ অক্টোবর ২৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 450 বার
চট্টগ্রামের কোতোয়ালী থানায় মহানগর ছাত্রলীগ নেতার দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফিউদ্দিনের আদালত এই আদেশ দেন।
তার আইনজীবী মফিজুল হক ভূইয়া বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নাশকতার উস্কানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলাটি করা হয়। ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয় মামলায়।
গত ২১ অক্টোবর এ মামলায় জামিন নাকচ করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীক কারাগারে পাঠিয়েছিল আদালত।
Leave a Reply