অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ২২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 624 বার
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপ, দুটি চাপাতি, একটি কাটার, দুটি লোহার দণ্ড, একটি লোহার পাইপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন— কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের মৃত জুরান আলী শেখ এর ছেলে সাগর শেখ (৩৫), মহেলা গ্রামের তুলা মিয়ার ছেলে জব্বার মিয়া (৩৮), একই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে মো. রফিক ফকির (৩০)।
সোমবার দুপুরে ডিবি উত্তরের ওসি সাজ্জাদ হোসেন এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।
এ সময় ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয়।
আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Leave a Reply