নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজী ইপিজেড এলাকায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকালে আদমজী ইপিজেডের প্রধান ফটকের সামনে সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা অবস্থান নেন। তখন পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) জাহিদুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা নারায়ণগঞ্জ আদমজী সড়ক আবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা ১০ থেকে ১৫টি গাড়ি ভাংচুরসহ একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

সে সময় প্রায় ঘণ্টাব্যাপী পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয় অর্ধশত শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় কয়েকজন শ্রমিককে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। আহত শ্রমিকদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।