অপরাধ সংবাদ, রাজনীতি | তারিখঃ অক্টোবর ২১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 609 বার
নিরাপদ সড়কের আন্দোলনে উস্কানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়টি নিশ্চিত করেছেন আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া।
আদালত সূত্রে জানা গেছে, আজ রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ব্যাপারে আমীর খসরু আইনজীবী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এই আন্দোলন চলাকালে আমীর খসরুর মাহমুদ চৌধুরীর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক ছাত্র দলের কর্মীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। ওই কথোপকথনে উস্কানি দেয়ার অভিযোগ এনে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
Leave a Reply