অন্যান্য, অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1719 বার
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধস্ত হওয়ার ঘটনা তদন্ত দ্রুত করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আগামী ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নেপাল সরকারকে বাংলাদেশের রাষ্ট্রদুত অনুরোধ জানিয়েছেন।
নেপালে সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, নেপাল সরকার গঠিত তদন্ত টিম কাজ শুরু করেছে। তবে নেপালের তদন্ত কাজ কবে শেষ হতে পারে সে ব্যপারে তারা কোন ধারণা দিতে পারেনি। তারা বলছেন, এসব তদন্ত খুবই সুক্ষ্মভাবে করতে হয়, সেকারণে এক থেকে দেড় বছরের বেশি সময় লাগতে পারে।
এদিকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির (আইকাও) বিধান অনুযায়ি বিমান দুর্ঘটনার তদন্ত এক বছরের মধ্যে করতে হবে। সে নিয়মে তদন্ত কাজ করতে গেলে নেপালে ৬ সমস্য টিমে আরো জনবল যোগ করতে হবে। বাংলাদেশ তিনজনকে এ কাজে সম্পৃক্ত করার অনুমতি পেয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে তারা তদন্ত টিমে যোগ দিবেন বলে রাষ্ট্রদুত জানিয়েছেন।
Leave a Reply