বিনোদন | তারিখঃ অক্টোবর ১৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 508 বার
এখনও পর্দায় আত্মপ্রকাশ হয়নি, কিন্তু তার আগেই জনপ্রিয় হয়ে উঠেছেন সারা আলি খান। সাইফ আলি খান ও অমৃতা সিং’র কন্যা সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। সম্প্রতি একটি ছবি যেন সেই কথাই প্রমাণ করলো।
রোহিত শেট্টির ‘সিম্বা’ মুক্তি পাচ্ছে এই বছরেই। সেখানে অভিনয় করেছেন সারা। এই মুহূর্তে তিনি সুইজারল্যান্ডে। আর সেখান থেকেই একটি ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
ছবিতে দেখা যাচ্ছে, সূর্যের আলোয় ঝলমলে সারা। পিছনে আল্পস পাহাড়ের প্রেক্ষাপট। এখনও পর্যন্ত সারার এই ছবি লাইক করেছেন প্রায় ২ লক্ষ ৩০ হাজার ভক্ত। কমেন্টও পড়েছে ২ হাজারের উপরে। সারার সৌন্দর্যের সঙ্গে প্রকৃতির মিশেল ছবিটিকে সকলের এত প্রিয় করে তুলেছে।
প্রথমে শোনা গিয়েছিল ‘কেদারনাথ’ ছবিতেই অভিষেক হবে সারার। কিন্তু নানা কারণে পিছিয়ে যাচ্ছে ছবিটির কাজ। ‘সিম্বা’ ছবিতে রণবীর সিং’র বিপরীতে রয়েছেন সারা। আপাতত সেই ছবির জন্যই অপেক্ষা। রোহিত শেট্টি ও করণ জোহরের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। সম্ভবত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।
Leave a Reply