জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ১৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 395 বার
জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরআগে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাখা হবে। শ্রদ্ধা ও জানাজা শেষে মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার চট্টগ্রাম মহানগরীর মাদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজের পর মায়ের কবরের পাশে দাফন করা হবে এই কৃতি শিল্পীকে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন অর্থমন্ত্রী, বিএনপি মহাসচিব।
আইয়ুব বাচ্চুর মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালের মর্গে আছে।
Leave a Reply