‘কোন দিন এই গিটারের ধ্বনি যদি বা থেমে যায়
মরণ যেন ঠিক সে সময় আমাকে ছুঁয়ে যায়
মনে রেখ আমায় ভুলে যেওনা,
তোমাদের কত আপন ছিলাম এই আমি।
কত কাল ধরে, কত পথ পেরিয়ে এসেছি এই গিটার সাথি করে।’
রূপালি গিটারের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান দখল করেছেন কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু গিটারকে সাথী করে জীবনের ৫৬ বছর আঁকা-বাঁকা পথ এগিয়ে চলেছেন। চলতে চলতে ভক্তদের আকুতি জানিয়ে গেছেন মৃত্যুর পর তাকে যেন ভুলে না যায়।
তার হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কণ্ঠশিল্পী, চলচ্চিত্রকর্মী, সংগীত পরিচালকসহ ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে তাকে ঘিরে অনেকেই শোকগাঁথা স্ট্যাটাস দিচ্ছেন।
আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সংগীতাঙ্গনের অনেকেই ছুটে গেছেন স্কয়ার হাসপাতালে। কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার, উপস্থাপক হানিফ সংকেত, অভিনেতা শংকর সাঁওজাল, আর্টসেল ব্যান্ডের লিংকনসহ অসংখ্য ভক্তকে দেখা গেছে হাসপাতালে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। সেখানেই তার মরদেহ রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
Leave a Reply