জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ১৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 467 বার
চৌমুহনী (নোয়াখালী): নোয়াখালীর চৌমুহনী শহরে ডাক বিভাগের অব্যবহূত ভূমি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মূল্যবান সরকারি ভূমিটি বেদখলের আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় সচেতন বাসিন্দারা। নোয়াখালী ডাক বিভাগ সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে চৌমুহনী শহরের কেন্দ্রবিন্দু রেল স্টেশনের পশ্চিমে ডাক বিভাগের ৭৮ শতাংশ ভূমির একাংশে উপ-ডাকঘর (এলএসজি), নোয়াখালী উত্তর উপ-বিভাগের পরিদর্শকের কার্যালয়, এবং ১৯৮৫-৮৬ সালে ডাক বাছাই কেন্দ্র নির্মাণ করা হয়। এ ব্যাপারে ডাক বিভাগের নোয়াখালী উত্তর উপ-বিভাগের পরিদর্শক আবদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত কয়েক বছর থেকে একাধিকবার ডাক বিভাগের জমিটি অবৈধভাবে দখল করে নেওয়ার চেষ্টা করেছিল স্থানীয় কয়েকজন প্রভাবশালী। বর্তমানে তা আরো ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। ভূমিটি ডাক বিভাগের জন্য খুবই মূল্যবান। এখানে ডাক বিভাগ নিজস্ব অর্থে বহুতল ভবন নির্মাণ করলে, বাণিজ্যিকভাবে অনেক লাভবান হবে ।সুত্র-ইত্তেফাক
Leave a Reply