ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত আখতার হোসেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বুধবার রাত আটটার দিকে আখতারের দাবির সঙ্গে একমত পোষণ করে কিছু সময় সেখানে অবস্থান করেন রাব্বানী।

এসময় তিনি সেখানে বসেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে ছাত্রলীগ আখতারের সঙ্গে একাত্মতা পোষণ করেছে বলে জানান। তিনি বলেন, আমরা আখতারের দাবির সঙ্গে একমত পোষণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা। এই বিশ্ববিদ্যালয়ে কোনো অন্যায় হলে বিন্দুমাত্র ছাড় হবে না।’

রাত সোয়া নয়টার দিকে অনশনরত শিক্ষার্থীকে দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। এ সময় তিনি অনশনরত শিক্ষার্থীর খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

সাদ্দাম হোসাইন বলেন, অনশনরত শিক্ষার্থীর সাথে আমরা নৈতিক একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীও যেন জালিয়াতি করে ভর্তি হতে না পারে৷ এখানে সবাই মেধার ভিত্তিতে ভর্তি হবে। আমরা চাই এ সমস্যার সমাধান হোক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমাদের অবস্থান জানাবো।