অন্যান্য, অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1585 বার
আগামীকাল ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন।বিশেষ এ দিনটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘বঙ্গবন্ধুর জন্মদিন: ‘রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো।দিবসটি উদযাপন করতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ জাতির পিতার জন্মদিনটি সফল ভাবে উদযানে দু’দিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে।দিবসটি উপলক্ষে শুক্রবার ১৬ মার্চ থেকে শিশু একাডেমি আয়োজন করেছে বই মেলার। ১১ দিনব্যাপী এই মেলা বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে উদ্বোধন হবে বেলা ১১ টায়। এবারের মেলায় ৬৬টি বেসরকারি ও ৭ সরকারি সংস্থা/প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
Leave a Reply