খেলাধুলা | তারিখঃ অক্টোবর ১৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 382 বার
মেসি-ডি মারিয়া ছাড়া অপেক্ষাকৃত তরুণ আর্জেন্টিনাকে হারাতেও ভালোই ঘাম ঝরাতে হলো ব্রাজিলকে। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার রাতে শেষ মিনিটের গোলে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুরুতে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেলে। বলের দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও সুযোগটা পেয়েছিলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ব্রাজিল গোলরক্ষক আলিসনের ভুলে ২২তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি হয়েছিলো আর্জেন্টিনার। সতীর্থের ব্যাকপাস গোলমুখে বিপদমুক্ত করতে দেরি করেন আলিসন। সেই সুযোগে ছুটে এসে কোররেয়া ভালো চেষ্টা করলেও শেষ মুহূর্তে বল লিভারপুল গোলরক্ষকের বাড়িয়ে দেয়া পায়ে লাগলে সে যাত্রায় বেঁচে যায় ব্রাজিল।
ম্যাচের ২৮তম মিনিটে কাসেমিরোর ক্রসে মিরান্দার শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন ওটামেন্ডি। ম্যাচে এমন ছোটখাটো সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ মিনিটে কর্নার কিক থেকে হেডে আর্জেন্টিনার জালে বল জড়ান ব্রাজিলের ডিফেন্ডার মিরিন্ডা।
Leave a Reply