নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ পৌরসভার বিদায়ী মেয়র মো: ইকরামুল হক টিটু।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আ.ন.ম.ফয়জুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, সদ্য বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র মো: ইকরামুল হককে নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২৫ (৪) অনুযায়ী এ নিয়োগের মেয়াদ হবে তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে সর্বোচ্চ ১৮০ (একশত আশি) দিন।

এর আগে গত রোববার দেশের ১২ তম সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট জারি করা হয়।

উল্লেখ্য, ময়মনসিংহ পৌরসভার ৩২টি মৌজা নিয়ে যাত্রা শুরু করে ময়মনসিংহ সিটি করপোরেশন। দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহের গেজেট প্রকাশের তিন বছরের মাথায় সরকার ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করে।