বিনোদন | তারিখঃ অক্টোবর ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 508 বার
বলিউড সুপারস্টার সালমান খানের কথিত বান্ধবী লুলিয়া ভান্তুর বলিউডে অভিষেক ঘটাতে যাচ্ছেন। আর তাঁর প্রথম ছবি ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’র প্রথম পোস্টার অবমুক্ত করা হয়েছে ছবিটির নির্মাতাদের পক্ষ থেকে।
আর পোস্টারে এক অন্যরকম উপস্থিতির জানান দিচ্ছেন এই রোমানিয়ান অভিনেত্রী-গায়িকা।
প্রথম প্রকাশিত পোস্টারটিতে একটি হলুদ রঙের শাড়ি পরা অবস্থায় দেখা গেছে লুলিয়াকে। হাতে করতাল (ছোট বাদ্যযন্ত্র)। পোস্টারে বেশ নান্দনিক লাগছে এই ভিনদেশি সুন্দরীকে।
ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই পোস্টারটি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, জিমি শেরগিল আর লুলিয়া ভান্তুর…..ফার্স্ট লুক পোস্টারটি প্রকাশ্যে আনা হলো……ছবি রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা…..পরিচালনা করছেন প্রেম আর সোনি…..আগামী বছরের মে মাসে মুক্তি পাবে।
দিল্লি, মাথুরা এবং পোল্যান্ডের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ছবিটির পোস্টারটি লুলিয়া নিজেও নিজেও তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করেন।
Leave a Reply