খেলাধুলা | তারিখঃ অক্টোবর ১৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 436 বার
কর্নার কিক থেকে সরাসরি গোল করার ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু দর্শকদের এমনই এক চমক উপহার দিলেন মিসরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।
গত শুক্রবার কায়রোতে আফ্রিকা কাপ অব নেশনস কোয়ালিফিকেশনের ম্যাচে সোয়াজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে মিসর। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে কর্নার কিক পায় পায় মিসর। কিকটি নেন সালাহ। তার এই কিক থেকে সরাসরি বল গিয়ে ঢোকে প্রতিপক্ষের জালে। গোলরক্ষক গোলটি বাঁচানোর জন্য লাফ দিয়ে চেস্টা করলেও লাভ হয়নি। এই নিয়ে দেশের জার্সিতে ৪০টি গোল করলেন তিনি।
এদিকে ম্যাচের ৮৮তম মিনিটে ইনজুরিতে আক্রান্ত হন সালাহ। সাইডলাইনের বাইরে তাকে চিকিৎসা দেয়ার পরও অতিরিক্ত সময়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এতে মিসরের জয় পেতে কোনো সমস্যা হয়নি। কারণ বিরতির আগেই চারটি গোল করে ফেলেছিল মিসর।
সালাহর ইনজুরির বিষয়ে পরে মিশর দলের ফিজিও জানান, সালাহর পেশিতে টান লেগেছে। চোট গুরুতর নয়।
Leave a Reply