খেলাধুলা | তারিখঃ অক্টোবর ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 425 বার
উয়েফা নেশনস লিগে হারের পর জার্মানির কোচ জোয়াকিম লো বলেছেন, প্রচণ্ড চাপে আছেন তিনি। শনিবার নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় জার্মানরা।
গত ১৬ বছরের মধ্যে জার্মানির বিপক্ষে ডাচদের এটি প্রথম জয়। বিশ্বকাপের প্রথমপর্ব থেকে বিদায় নেয়ার পর নেশনস লিগেও দুরবস্থা অব্যাহত রয়েছে ২০১৪ বিশ্বজয়ী জার্মানির।
জয়ের এই দুরবস্থার সঙ্গে যে নিজের উপর চাপটা আরও বাড়ছে সেটাই বলছেন লো, ‘অবশ্যই, আমিও এমনটাই ধারণা করেছিলাম। তবে এটা এমন একটা অবস্থা যা সঙ্গে নিয়ে আমি চলতে অভ্যস্ত। এই ফলাফলের পুরো দায়-দায়িত্ব আমাদের নিতে হবে।’
মঙ্গলবার নেশনস লিগে বিশ্বজয়ী ফরাসিদের মুখোমুখি হবে জার্মানি। সেই প্রসঙ্গ তুলে জার্মান বস বলেন, ‘এই বিতর্ক স্বাভাবিক। তবে ফ্রান্স ম্যাচের আগে দলকে গুছিয়ে নেয়ার কাজটাও আমার।’
টানা ১২ বছরে ধরে দলের দায়িত্বে আছেন তিনি। ২০২২ পর্যন্ত চুক্তির মেয়াদ আছে লো’র। এ পর্যন্ত ১৬৯ ম্যাচে জার্মানির ডাগআউটে দাঁড়িয়েছেন, পূর্বসূরি যে কারো চেয়ে এটি অনেক বেশি।
Leave a Reply