অন্যান্য, অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1846 বার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ১৮ লাখ ২ হাজার ৯৯৬টি ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া এলাকা ও দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা ও দমদমিয়া বিজিবি চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য ৫৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার আটশ’ টাকা। বিজিবি এ পর্যন্ত যত ইয়াবার চালান জব্দ করেছে, এটি তারমধ্যে অন্যতম চালান বলে তিনি জানান।
Leave a Reply