জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ১১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 429 বার
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড় থেকে মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপূণ রায় চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায় এবং চক্রান্তমূলকভাবে সাজা প্রদানের প্রতিবাদে নেতাকর্মীরা সোচ্চার কন্ঠে মিছিলে আওয়াজ তোলেন। তারা অবিলম্বে এই ফরমায়েশি রায় প্রত্যাহারের দাবিতেও মূহুর্মূহু শ্লোগান দেন। মিছিলটি সিএমএম কোর্টের কাছাকাছি গিয়ে শেষ হয়।
Leave a Reply