জমে উঠেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ২০১৮। সিলেট, কক্সবাজার এবং সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ম্যাচগুলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে আয়োজিত এই টুর্নামেন্টের এবারের স্বত্ব প্রদান করা হয়েছে কে স্পোর্টসকে। আর কে স্পোর্টস থেকে জানানো হয়েছে, এবার আয়োজক দল হিসেবে ক্রীড়া ব্যক্তিত্বরা তো সম্পৃক্ত আছেনই, সেই সাথে সাংস্কৃতিক জগতের মানুষরাও যুক্ত হয়েছেন এই টুর্নামেন্টের সঙ্গে। অভিনেত্রী জয়া আহসান ‘ফেইস অব বাংলাদেশ’ হিসেবে ইতিমধ্যেই গত ২২ সেপ্টেম্বর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব মঞ্চে উপস্থিত ছিলেন। জয়া আহসান জানান, পুরো টুর্নামেন্টে তিনি এবং তার প্রযোজিত ‘দেবী’ চলচ্চিত্রের পুরো পরিবার যুক্ত আছেন। ইতিমধ্যেই সিলেটে প্রচারণা শেষে কক্সবাজার এবং সর্বশেষ ১২ অক্টোবর ফাইনাল খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রচারণা করতে ‘দেবী’ চলচ্চিত্রের প্রতিনিধি দল প্রস্তুত। জানা গেছে, আসছে ১২ অক্টোবর ফাইনাল খেলায় সশরীরে উপস্থিত থাকবেন ‘দেবী’ চলচ্চিত্রের ‘রানু’ জয়া আহসান ও ‘মিসির আলি’ চঞ্চল চৌধুরী সহ ‘দেবী’ চলচ্চিত্র পরিবার। সেখানে উপস্থিত দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক। ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ২০১৮’ এর সাথে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি জয়া আহসান অভিনয়ের মানুষ। খেলাধুলায় বিশেষজ্ঞ নই। তবে ভালোবাসি। শুধু ভালোবাসি বললে ভুল হবে, পাগলের মতই ভালোবাসি। এই ফুটবল নিয়ে আমার দেশেই একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আমাকে ও আমার প্রযোজিত ১ম চলচ্চিত্রের পুরো পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিষয়টি একজন অভিনেত্রী ও নব্য প্রযোজক জয়া আহসানের জন্য অত্যন্ত সম্মানজনক। কারণ শুধু ফুটবলই নয়, এই টুর্নামেন্টের সাথে যুক্ত আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নাম। আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এ এস মাসউদের কাছে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের কত গল্প শুনেছি। দেশের জন্য তার বীরত্বের কথা, একটি দেশকে জন্ম দেয়ার পেছনে তার নেতৃত্বের কথা তো এখন বিশ্ববাসীই জানেন। শ্রদ্ধার সাথে সম্মান করেন। আমাদের ক্রীড়াঙ্গনের জন্যও বঙ্গবন্ধু অনেক কিছু করে গেছেন। এমন মানুষের নামানুসারে একটি ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরে আমি থাকতে পারছি বিভিন্নভাবে । বিষয়টি নিয়ে আমি বেশ গর্বিত। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে এবং কে স্পোর্টসকে। এই প্রতিষ্ঠানের সিইও জনাব ফাহাদ করিমের একটি কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই তারা চান ব্যবসা হোক। কিন্তু জাতির জনকের নামের এই টুর্নামেন্টে ব্যবসাই মুখ্য নয়। তারা চান দর্শকদের পরিচ্ছন্ন একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দিতে। সত্যিই, বাংলাদেশের ফুটবলের গৌরবময় অতীতকে ফিরিয়ে আনার জন্য সবাইকেই যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য নিয়মিতভাবে নানা উদ্যোগ নিয়ে যাচ্ছেন। বিষয়টি প্রশংসনীয়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ। ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ-এ এবার আয়োজক দল অর্থাৎ আমার দেশ চ্যাম্পিয়ন হোক, স্বাভাবিকভাবেই সেটি আমি চাইবো। কথা দিচ্ছি, শুধু এই টুর্নামেন্ট নয়, ভবিষ্যতে আমাদের ক্রীড়াঙ্গনের যে কোনো খেলায় আমাদের দেশকে অনুপ্রেরণা দেবার জন্য আমাকে ডাকা হলে, আমি আমার জায়গা থেকে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো । জানা গেছে, জয়া আহসান প্রযোজিত, অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ মুক্তি পাচ্ছে আসছে ১৯ অক্টোবর।