জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 701 বার
বৃটিশ ও পাকিস্তান আমলের সব জনবিরোধী আইনকে ছাড়িয়ে গেছে ডিজিটাল নিরাপত্তা আইন। এ কথা বলেছেন অধ্যাপক ও শিক্ষাবিদ আনু মুহাম্মদ। শনিবার সকালে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, সংবাদমাধ্যম ও নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার নিজেদের দুর্নীতি ও অনিয়ম ঢাকতে এই আইন প্রণয়ন করছে। অনুষ্ঠানে বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, সেলফ সেন্সরশিপ আরোপ করে মানুষকে ভয় দেখাতেই এই আইন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে ক্ষমতাসীনরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটি বলছে, এই আইন কেবল গণমাধ্যমের স্বাধীনতা নয়, মত প্রকাশের অধিকারকেও ভুলন্ঠিত করবে।
Leave a Reply