বিনোদন | তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 829 বার
নির্মাতা শাহীন সুমন পরিচালিত শাপলা মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটির শুটিংয়ে অংশ নিতে প্রথমবার এফডিসিতে যান শাকিব খানের নতুন নায়িকা মৃদুলা। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নায়িকা বুবলী ও নবাগত নায়িকা মৃদুলা।
এফডিসিতে প্রথমবার কাজ করতে আসার অভিজ্ঞতাটি কেমন? এ প্রসঙ্গে মৃদুলা বলেন, ‘এফডিসিতে শুটিং করতে খুব ভালো লাগছে। এফডিসির পরিবেশ আমাকে মুদ্ধ করেছে। আমি আমার কাজ নিয়ে খুবই এক্সসাইটেড।’
ছবিটির গল্প প্রসঙ্গে মৃদুলা বলেন, ‘বুবলী আপুর পাশাপাশি শাকিব খানকে আমিও পছন্দ করি। শাপলা মিডিয়াকে ধন্যবাদ আমাকে এত বড় একটা সুযোগ করে দেয়ার জন্য। ছবিতে অভিনয়ের পাশাপাশি শাকিব ভাইয়ের সঙ্গে একটি গানও থাকবে। আশা করি, দর্শকরা পছন্দ করবেন।’
ছবিটির নির্মাতা শাহীন সুমন ছবিটি সম্পর্কে বলেন, ‘বর্তমানে এ ছবির নাম রাখা হয়েছে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। তবে ছবির নাম হয়তো পরিবর্তন করা হবে। ছবির কাজ শুরু করেছি আমরা। তবে এর নতুন নামটি নিয়ে ভাবা হচ্ছে। কয়েকদিন পরে ছবির নাম চূড়ান্ত করে জানানো হবে।’
এ ছবিতে শাকিব, বুবলী ও মৃদুলা ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরি আলম প্রমুখ।
Leave a Reply