জাতীয় স্বদেশ | তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 659 বার
মদপান করার তথ্য গোপন করে প্রধানমন্ত্রীর ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য কেবিন ক্রু মাসুমা মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ালাইন্স। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশের গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
এছাড়া এ ঘটনায় প্রথমে মুফতিকে গ্রাউন্ডেড করা হয়। মুফতির পর দায়িত্বে অবহেলা এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে ডিজিএম নুরুজ্জামান রঞ্জুকেও গ্রাউন্ডেড করে শোকজ দেয়া হয়েছে।
তবে আগেরদিন একজন কেবিন ক্রু বা বিমানবালা মদপান করার প্রমাণ পাওয়ার পরও কিভাবে তাকে পরদিন আবার ড্রিমলাইনারে ডিউটি দিয়ে সিঙ্গাপুরে ফ্লাইট দেয়া হলো সেটা আসলেই অবাক করা ব্যাপার। এর রহস্য খুঁজছেন গোয়েন্দা সংস্থাও। আর মাসুমাকে নিয়ে খতিয়ে দেখতে গিয়েও বেরিয়ে এল মাসুমার অজানা কিছু তথ্য।
গোয়েন্দা সংস্থার একজন একটি অনলাইন নিউজপোর্টালকে জানিয়েছেন, ‘সুন্দর চেহারা এবং আকর্ষণীয় হওয়ায় মাসুমাকে দিয়ে সব সময় বিজনেস ক্লাসে ডিউটি করানো হতো। সেই সুযোগে তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এদের মধ্যে কার কার সঙ্গে তিনি অভিজাত এলাকায় রাতের পার্টিতে যোগ দেন এবং প্রধানমন্ত্রীর ফ্লাইটের আগের রাতে এ ধরনের কোনো পার্টিতে অংশগ্রহণ করেছেন কিনা তার খোঁজ নেয়া হচ্ছে। কোথায় কী ধরনের মাদক গ্রহণ করেছেন তারও অনুসন্ধান শুরু হয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে।’
এছাড়া মাসুমা মুফতির বসুন্ধরা আবাসিক এলাকার বাসার দিকে গোয়েন্দা সংস্থা কড়া নজর রাখছে। ঢাকায় থাকাকালীন মাসুমা মুফতি কাদের সঙ্গে মেলামেশা করেন, কাদের সঙ্গে রাতে আড্ডা দেন, সেই খবরও পেতে শুরু করেছেন তারা।
উল্লেখ্য, সময় সংবাদকে শাকিল মেরাজ জানান, ভিভিআইপি ফ্লাইটে ওঠার আগে পরীক্ষাকালে ওই ক্রু’র শরীরে মদ পানের উপস্থিতি পাওয়া যায়। বিমানের চিফ মেডিকেল অফিসার-সিএমও এর ফাইনাল স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে মদ্যপানের উপস্থিতি। অ্যালকোহলের টেস্ট পজিটিভ হওয়ায় অভিযুক্ত কেবিন ক্রু সৈয়দা মাসুমা মুফতিকে ভিভিআইপি ফ্লাইট থেকে বহিষ্কার করা হয়।
Leave a Reply