অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 652 বার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেল নামের এক যুবককে দেহ থেকে হাত বিচ্ছিন্ন করে হত্যা করে তার সহযোগীরা।
নিহত রুবেল (২৮) গোপালপুর ইউনিয়নের মহিব উল্লাহ গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। হবিগঞ্জ জেলার আবদুল আজিজের ছেলে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের মামা মোর্শেদ আলম জানায়, তিনদিন আগে রুবেলের সাথে স্থানীয় আবদুল মজিদ ও জাহাঙ্গীরের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাদের মধ্যে মিলমিশ করিয়ে দেয়।
এরপর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর, আবদুল মজিদ মুঠোফোনে রুবেলকে বাড়ির সামনে ডেকে নেয়। এ সময় তাদের সাথে থাকা সন্ত্রাসীরা ধারালো ছোরা দিয়ে রুবেলের ডান হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘটনাস্থল ত্যাগ করে। বুধবার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পর ডা. তাকে মৃত ঘোষণা করে।
অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেলকে হত্যা করে তার সহযোগীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জহিরুল হক নামে একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply