জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে নেপালের উড়োজাহাজ দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস পালনের দিনে রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা ও তাদের সন্তান অনিরুদ্ধসহ নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল।মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে প্রতিবন্ধী নাগরিক সংগঠন, যার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন রফিক জামান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই স্মরণ অনুষ্ঠান চলে দেড় ঘন্টার মতো সময়। এসময় অনেকেই নিহতদের শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হন।কারও বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়া, সমাজসেবার প্রতি প্রচণ্ড আগ্রহী রফিক জামানের স্ত্রী সানজিদা হক কাজ করতেন হাঙ্গার প্রজেক্ট নামের একটি এনজিওতে। তাদের ছয় বছর বছরের সন্তান অনিরুদ্ধ প্রথম শ্রেণিতে পড়ত ধানমন্ডির অরণি স্কুলে।সোমবার (১২ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সে নেপালের পথে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু ফ্লাইটটি বিধ্বস্ত হলে নিহত হন তারা তিন জনই। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় নিহতদের স্মরণে গতকাল বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। সারাদেশে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।