জেলা সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 622 বার
নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে সর্দার জুম্মান’সহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে জাহাজমারার মেঘনা নদীর কাটাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি শুটারগান, দু’টি কার্টুজ, একটি কুড়াল, একটি ছোরা ও একটি বাট জব্দ করা হয়।
আটকরা হলেন- জুম্মান বাহিনীর প্রধান জুম্মা ডাকাত (৩০), তার সেকন্ড ইন কমান্ড শাহেদ উদ্দিন (৩২), ডাকাত রাশেদ উদ্দিন (২২), সজিব (২৫) ও সম্পদ উদ্দিন (২৩)।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. শাকিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাটাখালি এলাকার মেঘনা নদীর পাশের খাল প্রবেশের মুখ অবস্থান নেয় কোস্টগার্ড। এসময় ডাকাতি করে ফেরার পথে জুম্মা ডাকাত দলকে খালের মুখ ঘিরে ফেলা হয়। পরে একটি বাট, অস্ত্র ও গুলিসহ জুম্মা ও তার দলর ৪ ডাকাতকে আটক করা হয়।
তিনি আরো জানান, ডাকাত সর্দার জুম্মান ও তার সহযোগী শাহেদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা’সহ বিভিন্ন ঘটনায় ৩০টির বেশি মামলা রয়েছে। এঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply