জাতীয় স্বদেশ | তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 492 বার
হৃদয় সরকার। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা এক তরুণের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে এসে ফেসবুকে ভাইরাল হয়েছিলেন তিনি। কারণ, সেদিন তিনি অন্য সবার মতো হেঁটে পরীক্ষা দিতে আসেননি। মায়ের কোলে চড়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন এই মেধাবী ছাত্র।
মায়ের সেই পরিশ্রম স্বার্থক হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত ঢাবির খ-ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন হৃদয় ।
ঢাবির খ-ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে মেধাক্রম ৩৭৪০ স্থান লাভ করেছেন হৃদয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসেন হৃদয়। মায়ের কোলে চড়ে শারীরিক প্রতিবন্ধী ওই ছাত্রের ছবি তখন ফেসবুকে ভাইরাল হয়।
হৃদয়ের বাড়ি নেত্রকোনায়। হৃদয় হাঁটতে পারেন না। এ ছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করে না। তাই ছেলেকে কোলে নিয়ে মা আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে।
Leave a Reply