স্মার্টফোন ব্যবসায় বৈচিত্র্য আনার অংশ হিসেবে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোন আনছে হুয়াওয়ে টেকনোলজিস। প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে। হুয়াওয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক অনুষ্ঠানে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান কেন হু বলেন, তাদের প্রথম ফাইভজি স্মার্টফোন ফোল্ডেবল স্ক্রিনে পাওয়া যাবে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ডিভাইসটি উন্মোচন করা হবে।

গত সপ্তাহের শুরুর দিকে ফোল্ডেবল ফোন তৈরির কথা স্বীকার করে হুয়াওয়ে। সে সময়ে হুয়াওয়ের কনজিউমার মোবাইল বিজনেস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ বলেন, আপনারা কেন এখনো কম্পিউটার ব্যবহার করছেন? সম্ভবত স্মার্টফোন ডিসপ্লের আকার খুব ছোট হওয়ার কারণে। আমরা এতে পরিবর্তন আনছি। আমাদের স্মার্টফোনের ডিসপ্লে ভাঁজ করা যাবে।

হুয়াওয়ে ছাড়া আরো কয়েকটি স্মার্টফোন নির্মাতা ফোল্ডেবল স্মার্টফোনের উন্নয়নে কাজ করছে। স্যামসাং ইলেকট্রনিকস চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুর দিকে তাদের ফোল্ডেবল ফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে, স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোনের নাম হতে পারে গ্যালাক্সি এক্স।