আইন অমান্য করার দায়ে ২০১৭ সালে ২৭ হাজার শ্রমিককে গ্রেপ্তার করা হয় ওমানে। যাদের ৭৬.৬ ভাগ তথা ২০ হাজার ৫৫৭ জনই বাংলাদেশি। ওমানের জনশক্তি মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে টাইমস অব ওমান।

অন্যান্য দেশের মধ্যে গ্রেপ্তার হওয়ার দিক থেকে বাংলাদেশের পরেই অবস্থান পাকিস্তানী নাগরিকদের। ২০১৭ সালে দেশটির ৩ হাজার ১৭ জন নাগরিক ওমানে গ্রেপ্তার হয়েছেন। প্রায় ২ হাজার গ্রেপ্তার নিয়ে ভারতীয় নাগরিকদের অবস্থান তৃতীয়।

ওমানের জনশক্তি মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়া কর্মীদের অর্ধেকের বেশি সংশ্লিষ্ট কোম্পানি থেকে পালিয়েছেন। একটা বড় অংশ ধরা পড়েছেন ভ্রমণ ভিসায় ওমান গিয়ে অবৈধ অভিবাসী হওয়ার দায়ে।
টাইমস অব ওমানের খবর অনুযায়ী ধারাবাহিকভাবে দেশটির আইন ভাঙার প্রবণতা বাংলাদেশিদের মধ্যেই বেশি। ২০১৬ সালে গ্রেপ্তার হওয়া মোট ২১,৯৮৪ জন কর্মীর মধ্যে ১৬ হাজার ২৯৬ জন বাংলাদেশি। ২০১৫ সালেও গ্রেপ্তার হওয়াদের ৬৯.১ শতাংশ কর্মী বাংলাদেশি পাসপোর্টধারী।