অর্থনীতি | তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 647 বার
ইউরোপের সর্ব পশ্চিমের দেশ পর্তুগালে সমন্বিত কৃষি খামারের উদ্যোগ নিয়েছেন প্রবাসী উদ্যোক্তা হুমায়ুন কবীর জাহাঙ্গীর। এক বছরেই বেশ সম্ভাবনা দেখছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশি শাক সবজির পরীক্ষামূলক আবাদেও পেয়েছেন ভালো ফলাফল।
পর্তুগালের রাজধানী লিসবন থেকে বাষট্টি কিলোমিটার দূরে কৃষিপ্রধান এলাকা লওরিনা। এখানেই এক পর্তুগিজ ব্যবসায়ীর ৪ হেক্টর জমি লিজ নিয়ে সমন্বিত কৃষি খাামারে হাত দিয়েছেন হুমায়ুন কবীর জাহাঙ্গীর। ইতোমধ্যে একবার আলু আবাদ করে তুলেছেন কাঙ্খিত ফলন। এখন চলছে অন্য ফসল আবাদের প্রস্তুতি।
অন্যপাশের আড়াই হেক্টরে তিনি পরীক্ষা-নিরীক্ষা করছেন পর্তুগালের মাটি ও আবহাওয়ায় বাংলাদেশের সবজি আবাদের।
অনেকগুলো বাণিজ্যিক চিন্তা মাথায় নিয়ে গড়ে তুলেছেন ছাগল ও ভেড়ার খামার। অল্পদিনেই জাহাঙ্গীর যেতে চান আধুনিক ও নিয়ন্ত্রিত কৃষিতে।
এই খামার দেখে ইতোমধ্যে নানামুখি কৃষি উদ্যোগের পরিকল্পনা নিচ্ছেন অন্যান্য প্রবাসীরা।-সূত্র-চ্যানেল আই
Leave a Reply