জাতীয় স্বদেশ | তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 518 বার

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৬ দিনের সরকারি সফরে আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০১ যোগে ঢাকা ছাড়েন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা, বিভিন্ন বাহিনী প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর ৬ দিনের সফরে কর্মসূচির মধ্যে রয়েছে:
সফরের প্রথম দিন: যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন রোববার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের মিডটাউনের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয় দিন: প্রধানমন্ত্রীর নিউইর্য়ক সফরের দ্বিতীয় দিন সোমবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠেয় ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম শীর্ষক হাই লেভেল ইভেন্টে যোগদান করবেন। সেখানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
Leave a Reply