জাতীয় স্বদেশ | তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 552 বার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৫ লাখ ৬২ হাজার ৬শ ২৮টি আবেদন জমা পড়েছে। ৪ লাখ ৬৮ হাজার ৫শ ৪০টি আসনের বিপরীতে এই আবেদন জমা পড়ে।
বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
এ মাসের শেষ দিকে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ১১ অক্টোবর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আরম্ভ হবে।
উল্লেখ্য, এ ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ১ সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর শেষ হয়।
Leave a Reply