খেলাধুলা | তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 707 বার
একজন অভিষিক্ত বোলার। বল করতে এসেই পরপর দুটি বাউন্ডারি। এতে স্বভাবতই হতাশ হয়ে হওয়ার কথা। কিন্তু হতাশ হলেন না আবু হায়দার রনি। তার মুখে দেখা গেল আত্মবিশ্বাসের ছাপ। আর তার ফল পেলেন তিনি।
আফগানিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বল করতে এসেই ইহসানউল্লাহকে সাজঘরে ফেরান রনি। মোহাম্মদ মিথুন তার ক্যাচটা তালুবন্দী করে। ৮ রান করেন ইহসানউল্লাহ। ১০ রানেই প্রথম উইকেট হারালো আফগানিস্তান।
এখানেই শেষ হয়নি রনির তাণ্ডব। ষষ্ঠ ওভারে আবার আঘাত হানলেন তিনি। তরুণ বাঁহাতি এই পেসার ফিরিয়ে দিলেন আগের ম্যাচে ফিফটি করা রহমত শাহকে। পরিষ্কার বোল্ড হন।
এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান। খেলা হচ্ছে দুইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে। এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচ এটি। আজকের ম্যাচটি বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য নিয়মরক্ষার। কারণ দু’দল ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে।
ইত্তেফাক/জেডএইচ
Leave a Reply